ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সমাজের কল্যাণে কাজ করার আহ্বান

সমাজের কল্যাণে কাজ করার আহ্বান

যারা সুবিধাবঞ্চিত ও দরিদ্র, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না-তাদের জন্য কাজ করতে চাই। কেননা, মানুষের সুখের সময় না থাকলেও চলে; কিন্তু কষ্টের সময় থাকতে হয়। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের কো-অর্ডিনেটর, মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন ছাত্রদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি পরিবার যদি নিজের বিষয়ে সচেতন থাকে, সমাজ সুন্দর হবে খুব সহজেই। তিনি বন্ধু ফোরামের কর্মকাণ্ডের প্রশংসনীয় ভূমিকা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের একাডেমিক ইনচার্জ (আরবি) হাফেজ মাওলানা আব্দুল আলীম, সহকারী শিক্ষক হাফেজ মাওলনা সাদ, মাওলানা রেজাউল করিম, শিক্ষক খায়রুন্নাহার, রিয়াসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত