ইসলামের খেদমতে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

দরিদ্রতা ও সমাজের বৈষম্য দূর করার প্রচেষ্টা অব্যাহত রেখে উন্নয়নের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ও খেটে খাওয়া মানুষের স্বস্তির নিঃশ্বাস আজ বাংলাদেশকে সাফল্যের চূড়ায় এগিয়ে নিচ্ছে। র‌্যাব-১০-এর অধিনায়ক (সিইও) মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম রাজধানীর কদমতলীতে অবস্থিত মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নতুন প্রজন্মকে উৎসাহিত করতে উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। মানুষের চেহারায় ছিল খরা, বন্যা ও দরিদ্রতার প্রতিচ্ছবি। বিশ্বব্যাংক যখন বাংলাদেশের পদ্মা সেতুর অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থে পদ্মা সেতু নির্মাণের সাহসী পদক্ষেপ নিয়েছেন। হার না মানা পদ্মার বুকে দৃশ্যমান হয় পদ্মা সেতু। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে। নগরবাসীর জন্য মেট্রোরেল চালু হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সব শ্রেণির মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে শিখেছে। তিনি আরও বলেন, স্বনির্ভর ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। অনুষ্ঠানের শুরুতে পবিত্রা কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারি শহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হারুনুর রশীদ, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া, কুয়েত রাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম মিন্টু, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদল হাসান সাদী, ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (ভারপ্রাপ্ত) আলহাজ নুরুল ইসলাম, এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সামছুজ্জামান সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন শুভজনের প্রতিষ্ঠাতা তরুণ রাসেল।