ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শীতার্ত মানুষের পাশে বন্ধুরা

শীতার্ত মানুষের পাশে বন্ধুরা

মানবতার হাত বাড়িয়ে দিয়ে মানবেতর জীবনযাপন করা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল শুভজন। ‘মানবিক মানুষ চাই’ স্লোগান নিয়ে এগিয়ে চলা শুদ্ধধারার সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন শুভজন বরাবরই মানবতার পাশে দাঁড়ায় সর্বক্ষণ। ইংরেজি নববর্ষ ২০২৩ সালের শুরুতে এমনই মানবিক কাজ দিয়ে শুরু হয় শুভজনের নতুন বছরের শুভযাত্রা। গত ৬ জানুয়ারি শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় এবং ঢাকার কদমতলী এলাকায় একযোগে প্রায় ৩০০ দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর পর দ্বিতীয় পর্বে গত সোমবার দেশের দক্ষিণাঞ্চলের শরীয়তপুর জেলার দক্ষিণ মধ্যপাড়া, রুদ্রকর এবং উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুর এলাকায় আরও ৫০০ শীতার্ত মানুষের মধ্যে শুভজন এবং আলোকিত বন্ধু ফোরামের বন্ধুদের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কম্বল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শরীয়তপুরে কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শুভজন জাতীয় নির্বাহী পর্ষদের সিনিয়র সহসভাপতি এবং নড়িয়া পৌরসভার মেয়র কবি ও কথাসাহিত্যিক হিরন্ময় আজাদ। মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থী, প্রৌঢ় মানুষ, নৌকার মাঝি, দরিদ্র জেলে এবং ফুটপাত এবং রাস্তার পাশে দিনাতিপাত করা শীতার্ত মানুষ শীত নিবারণের জন্য কম্বল পেয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে অনাবিল খুশিতে আপ্লুত হয়। শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শাহর প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং শুভজনের সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত