নবারুণ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে সভা

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

রাজধানীর দনিয়ায় অবস্থিত নবারুণ স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশিক্ষা অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কাজ করার কোনো বিকল্প নেই। ব্যক্তি অথবা র্নিদিষ্ট কোনো প্রতিষ্ঠান দ্বারা মাদকের ভয়াবহ ছোবল থেকে জাতিকে রক্ষা করা সম্ভব নয়। ঢাকার প্রতিটি ওয়ার্ড ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কালো ছোবলের কথা তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ও সাংবিধানিক শক্তি। মাদক দেশ ও জাতির শত্রু। সমাজ ও মানবতা ধ্বংসের হাতিয়ার। দেশ, জাতি ও সমাজকে রক্ষায় আলোকিত বন্ধু ফোরামকে সমাজের সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশ গড়ার কাজে নতুন প্রজন্মের অবদান সবচেয়ে বেশি। আমাদের ভবিষ্যৎ কর্ণধার নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সামর্থ্য ও মেধাকে কাজে লাগিয়ে অন্ধকার থেকে সত্যর পথে আসতে নিবেদিত থাকতে হবে সবার। মাদকের ভয়াবহ গ্রাস থেকে ব্যক্তিজীবন থেকে শুরু করে গোটা বিশ্বকে মুক্ত করতে সচেতনতা ও একাগ্রতার সঙ্গে পরিচ্ছন্ন জাগ্রত বিবেকবোধের অধিকারী হতে হবে। দেশের হাজারো তরুণ মাদকে আসক্ত। তাদের মাদক থেকে ফেরাতে আমাদেরই কাজ করতে হবে। সচেতন নাগরিকদের উদ্যোগ নিতে হবে। শপথ নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনের।