গজারিয়ায় শিক্ষার্থীদের চারা গাছ উপহার
শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে দুই সুধী সংস্কৃতিজনের জন্মদিন পালন, তাদের হাতে বই ও চারা গাছ তুলে দেওয়া হয়
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বন্ধু ফোরাম ডেস্ক
সম্প্রতি গজারিয়ার ভবেরচরে অবস্থিত সংস্কৃতি ও বৃক্ষবিষয়ক কেন্দ্র ‘সোনারং তরুছায়া’য় ‘বসন্তবরণ’ অনুষ্ঠিত হয়েছে। পালিত হয়েছে চিত্রশিল্পী, লেখক নাজমা আক্তার এবং বিজ্ঞানী ও লেখক তরুণ রাসেলের জন্মদিন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সোনারং তরুছায়া প্রবাসী শুভানুধ্যায়ী সম্মাননা ২০২৩ খ্রি.’প্রাপ্ত আমেরিকা প্রবাসী সংগীতশিল্পী নাসরীন রেজা। চিত্রশিল্পী নাজমা আক্তার একজন শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ কর্মজীবন সম্পন্ন করেছেন সম্প্রতি। এ দিন ছিল তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের শততম জন্মদিন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পিতাকে উৎসর্গ করে সংস্কৃতিজন নাজমা আক্তার বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেন। তার পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীরা গোলাপ গাছের চারাও উপহার পায়। বিজ্ঞানী ও লেখক তরুণ রাসেল শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন ‘শুভজন’-এর প্রতিষ্ঠাতা। তিনিও বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বই উপহার দেন। তার অর্থায়নে ‘সোনারং তরুছায়া গ্রিন ক্লাব’-এর সদস্যরা ‘সোনারং তরুছায়া’র বিভিন্ন গাছের কাটিং থেকে ২০০ চারা তৈরি করেছেন। তার কিছু বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের উপহার দেয়া হয়। বাকিগুলো পর্যায়ক্রমে উপহার দেয়া হবে। প্রায় পঞ্চাশ শিক্ষার্থীর উপস্থিতিতে কেক কেটে দুই সুধী সংস্কৃতিজনের জন্মদিন পালন, বই ও গাছ প্রদানের মধ্য দিয়ে ফাল্গুনের প্রথম দিনের বিকেলে ‘সোনারং তরুছায়ার ‘আলী যাকের চত্বর’-এ উদযাপিত হয় ‘বসন্তবরণ উৎসব’। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী নাসরীন রেজার স্বামী, তার শিল্পসঙ্গী জাহিদ রেজা, দৈনিক আলোকিত বাংলাদেশের আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান মুহাম্মদ আশরাফ উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের স্থানীয় নেতা হুমায়ুন কবির, ল্যান্ডোভারি হাই স্কুলের সহকারী শিক্ষক সাইদ সরকার, মাইনুল হাসান, বৃক্ষপ্রেমী সুষ্ময় সবুজ ও সংস্কৃতিকর্মী জেরিন হাফসা। বর্ণাঢ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘সোনারং তরুছায়া’র নির্বাহী পরিচালক কাজী হাসান।