সম্মাননা পেলেন শিল্পী মল্লিকা

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তরুণ রাসেল

শুদ্ধ সংগীতে বিশেষ অবদানের জন্য আজওয়া নিবেদিত ‘গল্পওয়ালা সম্মাননা-২০২৩’ পেলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকা। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন হলে স্বনামধন্য ইভেন্ট হাউস ক্রিয়েটিভ এজেন্সির আয়োজনে জমকালো ফ্যাশন শো এবং তারকা সমাবেশ অনুষ্ঠিত হয়। তারকাবহুল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, রুবিয়া মল্লিকা বাংলাদেশ বেতার ও টেলিভিশনে আধুনিক গানের একজন বিশেষ শ্রেণির শিল্পী। নিয়মিত মঞ্চ ও টেলিভিশনে গান করেন। ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত শিল্পী মল্লিকার এ পর্যন্ত প্রায় ১৩টি গানের ক্যাসেট ও অ্যালবাম প্রকাশ পেয়েছে। বাংলাদেশ ও ভারতের অনেক গুণী গীতিকার এবং সংগীত পরিচালকের গানই মৌলিক গান হিসেবে তার কণ্ঠে গীত হয়েছে। সর্বশেষ বাংলাদেশের গুণী সংগীত ব্যক্তিত্ব প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে শিল্পী মল্লিকার একক মৌলিক গানের সিডি ‘প্রেমের দীর্ঘপথ’ প্রকাশ পেয়েছে। শুদ্ধ সংগীতের নির্মল পথে শিল্পী রুবিয়া মল্লিকার এগিয়ে চলা আরও নিরন্তর হোক আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে শুভ কামনা রইল।