সমাজকে সুন্দর করতে সব ধরনের ভালো কাজ করার প্রত্যয় নিয়ে মাদক, যৌন হয়রানি, সন্ত্রাস, জঙ্গিবাদসহ অপকর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপির যুগ্মণ্ডপুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম। তিনি বলেন, দেশ ও সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্যে। তরুণরাই আগামী দিনের কর্ণধার। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমাজে আলো ছড়াবে নতুনরাই। সবার আগে প্রত্যেকটি পরিবারকে দায়িত্বশীল হতে হবে। নিজ পরিবারের সদস্যদের প্রতি নিজেদের পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। মানসিকতার পরিবর্তন করে সচেতনতা বৃদ্ধির সঙ্গে অপরাধ থেকে মুক্ত থাকতে পরিবারকেই প্রধান ভূমিকায় এগিয়ে আসতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চায় নিয়মিত অংশগ্রহণ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অপরাধমুক্ত সমাজ গঠনে ডিএমপির প্রতিটি ওয়ার্ড ও থানায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা, ক্যাম্পেইন, সভাসহ দেশের কল্যাণে মাদকসেবীদের আলোর পথ দেখানোর প্রচেষ্টায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন অসংখ্যবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম। তিনি আরও বলেন, বন্ধুত্বের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সৃষ্টির উৎকর্ষে নতুন মাত্রা যোগ দিতে মানুষের কল্যাণে বন্ধু ফোরাম দেশজুড়ে যেভাবে কাজ করে চলেছে সত্যিই প্রশংসনীয়।