নকলার দুই বন্ধু পেলেন সেরা লেখকের পুরস্কার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বন্ধু ফোরাম ডেস্ক
শেরপুরের নকলা উপজেলা বন্ধু ফোরামের দুই বন্ধু সিমানুর রহমান সুখন ও আব্দুল্লাহ আল-আমিন মাসসেরা লেখকের পুরস্কার বিজয়ী হয়েছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক খবর প্রকাশের জন্য তাদের মাসসেরা সাংবাদিক হিসেবে নির্বাচন করেন সেরা লেখক নির্বাচন উপকমিটির সদস্যরা। সিমানুর রহমান সুখন নকলা উপজেলার ইতিহাস ঐতিহ্য সংশ্লিষ্ট লেখা ও তথ্যচিত্র দেশের প্রথম সারির জাতীয় পত্রিকায় তুলে ধরার জন্য এবং আব্দুল্লাহ আল-আমিন সর্বোচ্চ খবর প্রকাশের জন্য এ পুরস্কার বিজয়ী হন। পুরস্কার হিসেবে প্রতিবেদন লেখার কলাকৌশল বিষয়ক দুটি করে মূল্যবান বই তাদের হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে শুক্রবার প্রেস ক্লাব অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে সেরা লেখক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ পুরস্কার বিজয়ী প্রেস ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ও সদস্য সিমানুর রহমান সুখন প্রমুখ। এ সময় নকলা প্রেস ক্লাবের অন্য নেতারা ও সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্য নেতৃবৃন্দ জানান, তরুণ সাংবাদিকদের লেখার গুণগত মান আরও ভালো করার লক্ষ্যে নকলা প্রেস ক্লাবের তরুণ সাংবাদিকদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সেরা লেখক নির্বাচন উপকমিটি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানিয়েছেন সেরা লেখক সিমানুর রহমান সুখন ও আব্দুল্লাহ আল-আমিন।