মহান স্বাধীনতা যুদ্ধে দেশমাতৃকার তরে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। তাদের ত্যাগ-তিতিক্ষা আর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীদের সম্মান জানাতে সম্প্রতি রাজধানী ঢাকার রায়েরবাগ এলাকার স্বনামধন্য ইসলামি বিদ্যাপীঠ মাদরাসাতু জাবালে নূর এবং ইসলামিক কিন্ডারগার্টেন মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজন করে হ্রদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা সম্মাননার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুজ্জামান সরকার সাহেবের সুযোগ্য সন্তান এবং বর্তমানে ঢাকা জেলার দ্বায়িত্বরত পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নূর নবী। লেখক -সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তান তরুণ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসী উদ্দিন নূরানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন প্রধান এবং সহযোগী মুক্তিযোদ্ধা মোঃ শাহজালাল বেপারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফেজ মোঃ শহিদুল ইসলাম। এরপর সুমধুর কন্ঠে ইসলামি তারানা ও দেশের গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পী হাফেজ মোঃ মাসুম বিল্লাহ ইলিয়াস, হাফেজ ইউনুস আল আজাদ, হাফেজ মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ। আলোচনা পর্বে অতিথিরা মাদ্রাসাতু জাবালে নূরের কোমলমতি শিশুদেরকে মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস শুনিয়ে তাদেরকে দেশপ্রেমে আরও উজ্জীবিত করে তোলেন। সবশেষে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথি, বীর মুক্তিযোদ্ধা এবং সকল শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসাতু জাবালে নূর এবং ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন।