জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং দৃঢ় আত্মবিশ্বাস শিক্ষাকে পরিপূর্ণ করে। সুশিক্ষার মাধ্যমে মানুষ মানবিক কল্যাণে নিবেদিত থাকার যোগ্যতা অর্জন করে। বন্ধুদের শক্তি ও সম্ভাবনা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। সম্প্রতি নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী এসব কথা বলেন। পাঠ্য শিক্ষার পাশাপাশি সমাজকে আলোকিত করার পথে শিক্ষার্থীরা যেন এগিয়ে যায় এ লক্ষ্যে বিজয়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতার ভিওিতে সমাজ হবে সুন্দর ও পরিচ্ছন্ন। লেখাপড়ার সঙ্গে ভালো কাজের মাধ্যমে নিজেদের এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ গড়া কোনভাবেই সম্ভব নয়।