বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন খুব কাছ থেকে

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গভীর ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে দেশ ও মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে তারুণ্যের উদ্যম সাহস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের নিজ মাতৃভূমি বাংলাদেশের কথা শুরু করতেই সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব ফুটে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি-আদর্শ, সততা, নেতৃত্ব এবং দেশপ্রেম তরুণদের আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার এক উদ্যম শক্তি। সম্প্রতি ডেমরার নিঝুমবাগে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ, ভাষা অন্দোলনসহ দেশের স্বাধীনতা অর্জনের প্রতিটি ইতিহাস তরুণ প্রজন্ম জানলেই দেশ ও রাষ্ট্রের কল্যাণে নীতিবান ও আত্মত্যাগী হয়ে গড়ে উঠবে। বঙ্গবন্ধু দেশ ও মানুষকে ভালবাসতেন খুব কাছে থেকে।