নীলফামারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পারভেজ উজ্জ্বল, নীলফামারী
নীলফামারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সৈয়দপুর-কিশোরগঞ্জ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল নীলফামারী-জলঢাকা) মো. মোস্তফা মঞ্জুরসহ সব থানার অফিসার ইনচার্জ (ওসি)।
এছাড়া উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, জজকোর্টের পিপি অক্ষয় কুমার রায় প্রমুখ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, নীলফামারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবেই ভালো। সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।