ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নান্দাইলে আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদের পোশাক বিতরণ

নান্দাইলে আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদের পোশাক বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ৮০০ গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে।

গত রোববার সকাল ১১টায় দেওয়ানগঞ্জ বাজারের মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহর বাসায় ৬০০ শাড়ি, ২০০ লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়। মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহ নিজ হাতে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সদস্য মাওলানা শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ বাবুল প্রমুখ। প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল¬াহ বলেন, অসহায় পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফোটানো এবং তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, হতদরিদ্র মানুষগুলো নতুন শাড়ি এবং লুঙ্গি পেয়ে অনেক খুশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত