নান্দাইলে আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদের পোশাক বিতরণ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আমিনুল হক বুলবুল, নান্দাইল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ৮০০ গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে।
গত রোববার সকাল ১১টায় দেওয়ানগঞ্জ বাজারের মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহর বাসায় ৬০০ শাড়ি, ২০০ লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়। মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহ নিজ হাতে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সদস্য মাওলানা শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ বাবুল প্রমুখ। প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল¬াহ বলেন, অসহায় পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফোটানো এবং তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, হতদরিদ্র মানুষগুলো নতুন শাড়ি এবং লুঙ্গি পেয়ে অনেক খুশি।