ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে নীলফামারীতে জেলা পুলিশের সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পারভেজ উজ্জ্বল, নীলফামারী

নীলফামারীতে ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিং করেছেন।

গত ১১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলায় গত বছরের ২৮ আগস্ট থেকে ১১ এপ্রিল পর্যন্ত জেলা পুলিশের আইনশৃঙ্খলা কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর বিষয়ে পুলিশের তৎপরতার কথা তুলে ধরেন। এর মধ্যে শতভাগ স্বচ্ছতায় টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে নিয়োগ, কমিউনিটি পুলিশিং বৈঠক, বাল্যবিয়ে, আত্মহত্যা ও মাদকের কুফল, ওয়ারেন্ট নিষ্পত্তি, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, দেশি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে আদালতে প্রেরণ, গরু চুরি, বাইসাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, চার্জারভ্যান, মোবাইল ফোন, পিকআপসহ নগদ টাকা উদ্ধার করে আদালতে প্রেরণ, ধর্ষণের আসামি, যৌতুক মামলার আসামি, অন্যান্য নারী নির্যাতন মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ, ৭ হাজার ৮৮৭টি ই-ট্রাফিক মামলায় ২ কোটি ছাপান্ন লাখ ৫৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় পূর্বক রাষ্ট্রীয় কোষাগারে জমা, সৈয়দপুরে পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে অবমাননাকর ভিডিও আপলোড করায় রূপক রায়কে (২২) গ্রেপ্তার এবং আদালতে ফৌজদারি কাঃ বিঃ ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তি জবানবন্দি দেয়া মূল পরিকল্পনাকারী শাহেদকে (২০) গ্রেপ্তার, জলঢাকায় কালীমন্দিরের ৫টি মূর্তির মাথা ভাঙচুর ঘটনায় পারভেজ ইসলাম (১৪) নামে একজন কিশোরকে গ্রেপ্তার করে কিশোর সংশোধনাগার যশোরে প্রেরণ, ডিমলায় জাল দলিল উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার, সদ্য ডিমলায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’ এ পবিত্র কোরআন শরিফকে ভুয়া বলে কমেন্টস করলে জীবন কুমার রায়কে (১৯) গ্রেপ্তার ও ভারত থেকে গরু আসা সম্পূর্ণরূপে বন্ধ এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসবে যাতে কোনো ধরনের জঙ্গি তৎপরতা না থাকে সে লক্ষে কাজ করছে জেলা পুলিশ। এছাড়া সভায় জেলার বিভিন্ন সমস্যার বিষয় ও উত্তোরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আমিরুল ইসলাম, শিক্ষানবিশ অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, সদর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সেলিম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।