ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানবিক ডাক্তার মাশিয়াত ফারুক তুষার

মানবিক ডাক্তার মাশিয়াত ফারুক তুষার

ডা. মাশিয়াত ফারুক তুষার মানবিক ডাক্তার হিসেবে খুবই পরিচিত। গরিব দুঃখী মানুষের ডাক্তারখ্যাত, সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসাদানকারী ডা. মাশিয়াত ফারুক তুষার। ছোটবেলা থেকেই দায়বদ্ধ সমাজ পরিবর্তনের এক স্বাপ্নিক কারিগর। রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়ায় নিজ ইম্পেরিয়াল রয়েল জেনারেল হসপিটাল প্রতিষ্ঠা করেন তিনি। রোগীদের সঙ্গে অমায়িক ব্যবহার, রোগীর স্বজনদের সঙ্গেও তার সুসম্পর্ক। প্রতিদিন ২ শতাধিক রোগীর সেবা করেন ডা. মাশিয়াত ফারুক তুষার। করোনাকালীন সময়ে সব শ্রেণির মানুষের দ্বারে সেবা পৌঁছে দিয়েছেন সুন্দর মনের এই ডাক্তার। সহনশীলতা, মানবতা, উদারতা- সব কিছু মিলে ডা. মাশিয়াত ফারুক তুষার ইম্পেরিয়াল রয়েল জেনারেল হসপিটাল গড়ে তুলছেন আধুনিক সেবার ঘর। আর্থিক সমস্যার কারণে রোগীর সেবা যেন ব্যাহত না হয়, সেদিকেও তার দৃষ্টি রয়েছে। মাশিয়াত ফারুক তুষার বলেন, সভ্যতার পরিবর্তন হচ্ছে মানুষের উন্নতির মাধ্যমে। যে কাজ নিজের কল্যাণের, তা অন্যেরও কল্যাণ। শিশুকাল থেকেই মানুষ একসময় মায়ের কোল ছেড়ে হামাগুড়ি দেয় ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখে, সব কিছুই উৎসাহ-উদ্দীপনায় বেড়ে ওঠে। তিনি বলেন, অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত