ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নকলায় বন্ধুর দেওয়া উপহারে মানুষের আনন্দ

নকলায় বন্ধুর দেওয়া উপহারে মানুষের আনন্দ

ঈদ মানে নতুন জামা পরে, সুগন্ধি মেখে, সেজেগুজে বিভিন্ন দর্শনীয় জায়গায় বা আত্মীয়ের বাড়িতে ঘুরে বেড়ানো। ঈদ মানেই কাছের ও দূরের সবাইকে মিলেমিশে আনন্দঘন পরিবেশে অন্তত একটি দিনকে উদযাপন করা। ঈদ উৎসবের আমেজে প্রিয় মানুষদের কাছে পেয়ে সবাই যখন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেও ঈদের খুশি ভাগাভাগিতে ব্যস্ত ছিলেন শেরপুরের নকলা উপজেলার এক বন্ধু উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক। সবাই আনন্দে মেতে উঠলেও তার ঈদের দিনটি কেটেছে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বাড়িতে স্বাভাবিক কাপড়ে ঘোরাফেরার মধ্য দিয়ে। আর বিভিন্ন এলাকায় এমন ঘোরাফিরা শুধু ঈদের দিনেই নয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের কয়েক দিন আগে থেকেই তিনি বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করে আসছেন। এবারের পবিত্র ঈদুল ফিতরে আবু হামযা কনক শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি কনকের ঈদ উপহার প্রাপ্তি থেকে বাদ পড়েনি উপজেলায় কর্মরত ও সুপরিচিত গণমাধ্যম কর্মীরাও। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষের এবারের ঈদ বেশ আনন্দে কেটেছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনকের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়ে। কনক বলেন, মানবিকতার দায়িত্ব মাথায় নিলে যেকোনো উৎসব আনন্দের ঊর্ধ্বে থেকেও আনন্দ উপভোগ সম্ভব। বরাবরের মতো শুধু মা-বাবাসহ পরিবার-পরিজন নিয়ে বাসায় ঈদ উদযাপন করার চেয়ে অনেকের সঙ্গে ঈদ উদযাপন করা কষ্টের তুলনায় অনেক বেশি আনন্দের ও তৃপ্তির। তাই আমি কয়েক বছর ধরে বাবা-মা ও পরিবার-পরিজনকে বুঝিয়েই প্রতিটি উৎসবের সময় নিজরে সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত