ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিম্ন আয়ের মানুষের পাশে শুভজন ও বন্ধু ফোরাম

নিম্ন আয়ের মানুষের পাশে শুভজন ও বন্ধু ফোরাম

পবিত্র মাহে রমজান শেষে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে চলছে ঈদের আনন্দ উদযাপন পর্ব। সবাই ব্যস্ত ঈদ উৎসবে। সবার চোখেমুখে আনন্দের ঝিলিক। কিন্তু রমজানের শেষ মুহূর্তে অর্থাৎ ঈদের দু’দিন আগেও সমাজের একশ্রেণির মানুষের চোখে ছিল না ঘুম, ছিল না ঈদের আনন্দের ছিটেফোঁটা লেশমাত্র। কেননা, তাদের যে দু’বেলা দু’মুঠো ভাত জোগাতেই হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া মূল্যে দরদামে ঈদে ছেলেমেয়েদের নতুন জামা তো দূরের কথা, ঈদের দিনটা অন্তত সবাই মিলে পেটপুরে খেতে পারবে কিনা সেটাই সন্দেহ ছিল! এসব ভাবনা থেকেই শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজনের একদল মানবিক মানুষ উদ্যোগী হয়েছিল নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভজনের পক্ষ থেকে ঢাকা, মুন্সীগঞ্জ এবং আশুগঞ্জে প্রায় ১০০ নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়ার মাধ্যমে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়েছে। শুভজনের প্রতিষ্ঠাতা তরুণ রাসেলের ব্যবস্থাপনায় মানবিক এ কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শুভজনের সম্মানিত পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শাহিদ উল মুনীর, শুভজনের সম্মানিত সদস্য কবি শামীমা নাসরীন, মো. আবুল কালাম, লেখক নাইমুল রাজ্জাক এবং শুভজন আশুগঞ্জ শাখার বন্ধু কবি নূরুন নেওয়াজ রানা, তানজিম উল ইসলাম প্রমুখ। ঈদ উপহার সামগ্রী বিতরণ ছাড়াও আলোকিত বন্ধু ফোরাম ও শুভজনের আশুগঞ্জ শাখার উদ্যোগে দেশের শান্তি ও সুরক্ষা কামনায় ২৭তম রমজানে প্রায় ৩০০ রোজাদারের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সমাজের প্রায় সব শ্রেণির মানুষের উপস্থিতিতে দেশ ও দশের কল্যাণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত