সমস্যাকে জয় করে সফলতার পথে যারা এগিয়ে চলে, তারাই তরুণ

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস এবং সমস্যাকে জয় করে সফলতার পথে যারা এগিয়ে চলে, তারাই তরুণ।

দিনের শুরু থেকেই প্রতিটি কাজ হয় সুচিন্তার মাধ্যমে। কখনও যেন সমাজ, মানুষ ও দেশের ক্ষতি না হয়, সে দিকটায় সচেতনতার সঙ্গে মাদক, সন্ত্রাস, যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকেন তরুণরা। সম্প্রতি বন্ধুদের এক নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। হালুয়াঘাট উপজেলা বন্ধু ফোরামের উপদেষ্টা কামরুল ইসলাম বেগ এ সময় বলেন, কখনো অসহায়দের মুখে হাসি ফোটানো, আবার কখনো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, দরিদ্র ও এতিম ছাত্রদের পোশাক বিতরণ, বিনোদনের জন্য আয়োজন, আবার কখনো একঝাঁক তারুণ্যকে অপসংস্কৃতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করতে হবে আমাদের সবার।