মুক্তিযুদ্ধের চেতনায় মাদকমুক্ত দেশ গড়তে হবে

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম। তিনি বলেন, দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্য। নতুন প্রজন্মই আগামী দিনের কর্ণধার। সেই নতুনরা মাদকের কুপ্রভাবে যেভাবে আসক্ত হয়ে যাচ্ছে, তা কখনোই মেনে নেয়া যায় না। তিনি নিরক্ষরমুক্ত সুন্দর দেশ গড়তে মাদকের ভয়াবহ ছোবল থেকে সবাইকে মুক্ত ও সচেতন থাকতে বলেন। পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অপরাধমুক্ত সমাজ গঠনে দিনাজপুরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলায় ক্যাম্পেইন, র‌্যালি, সভাসহ মাদকসেবীদের আলোর পথ দেখানোর প্রচেষ্টায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। সৃষ্টির উৎকর্ষে নতুন যাত্রায় যোগ দিতে, বন্ধুত্বের আহ্বানে আলোকিত মানুষের বন্ধন- এ স্লোগান নিয়ে এগিয়ে চলা আলোকিত বন্ধু ফোরাম এরই মধ্যে সারাদেশে ১০ হাজারেরও বেশি ছেলেমেয়েকে সৃজনশীল কাজে যুক্ত করেন। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বন্ধু ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।