পৃথিবী দ্রুত পরিবর্তনশীল, তীব্র এর ছুটে চলার গতি, প্রবল প্রতিযোগিতায় ব্যস্ত এর বিধি-ব্যবস্থা। সৃষ্টিশীল মনন, আর্তমানবতার সেবায়, সুশৃঙ্খল ও সংস্কৃতির মাধ্যমে সম্ভাবনাময় আগামীর স্বপ্ন ও সুখী-সমৃদ্ধ আলোকিত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল (মুহতামিম) মুফতি হারুনুর রশীদ (দা. বা.)।
সম্প্রতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকম-লীদের উপস্থিতিতে আয়োজিত সভায় সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। বন্ধু ফোরাম কদমতলীর সদস্যরা এতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত মানুষের বন্ধন নিয়ে এগিয়ে চলা দেশ গড়ার কাজে নিবেদিত পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরামের কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিন এ সময় দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় বন্ধু ফোরামের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।