ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অনুপ্রেরণা ভালো কাজের শক্তি

অনুপ্রেরণা ভালো কাজের শক্তি

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কেননা নতুনদের মাঝে রয়েছে উদ্যম, তাদের প্রতি অনুপ্রেরণা জোগায়- আমাদের সবাইকে এমন ভূমিকা রাখতে হবে। অনুপ্রেরণাই ভালো কাজে আগ্রহ ও শক্তি প্রদান করে। সম্প্রতি রাজধানীর কদমতলীর জনতবাগ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান সুজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সব শ্রেণির মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে শিখেছে। স্বনির্ভর ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। স্বাধীনতাবিরোধী মহল কখনো চায়নি দেশ সামনের দিকে এগিয়ে যাক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপের কারণে বাস্তবায়িত হচ্ছে উন্নয়নমুখী নানা প্রকল্প। দেশ এগিয়ে চলেছে সমৃদ্ধির পথে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত