ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রশংসনীয় ভূমিকায় নবারুণ স্কুল অ্যান্ড কলেজ

প্রশংসনীয় ভূমিকায় নবারুণ স্কুল অ্যান্ড কলেজ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার শপথ নিয়ে ভালো কাজের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, শুধু পাঠ্যশিক্ষা নয়- শিল্প-সংস্কৃতি, সাহিত্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে। সম্প্রতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুন্দর ও গোছালো কথার মাধ্যমে তরুণদের তিনি বলেন, সমাজে আলো ছড়াতে বন্ধুত্বের মাধ্যমে নতুনদের এক অপূর্ব বন্ধন হবে বন্ধু ফোরাম। ভালো কাজে নতুনদের এগিয়ে আসতে হবে। সুশিক্ষা আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া আলোকিত জাতি গঠন সম্ভব নয়। নবারুণ স্কুল অ্যান্ড কলেজ সুশিক্ষাদানের মাধ্যমে দনিয়ায় প্রশংসনীয় ভূমিকায় এগিয়ে চলেছে। এ সময় নবারুণ স্কুল অ্যান্ড কলেজের বন্ধু ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আজিজুল হকসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত