আত্মবিশ্বাস শিক্ষাকে পরিপূর্ণ করে
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির মানবিক গুণাবলি বিকশিত করা। শিক্ষার সংস্পর্শে মানুষ সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। অর্থকড়ি, ক্ষমতা, সামাজিক মর্যাদা থাকার পরও মূল্যবোধের অভাব থাকলে সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। সুন্দর কথাগুলো বলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, শিক্ষাই শক্তি। সভ্যতা ও সামাজিক অগ্রগতির মূল অনুঘটক শিক্ষা।
জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং দৃঢ় আত্মবিশ্বাস শিক্ষাকে পরিপূর্ণ করে। সঠিক ও বাস্তবমুখী শিক্ষা আমাদের অসত্য, অন্যায়সহ সব ধরনের নেতিবাচকতা থেকে বিরত রাখে এবং মানবিক গুণে গুণান্বিত একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তিনি আরো বলেন, তরুণদের শক্তি ও সম্ভাবনা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। তাদের অর্জিত জ্ঞানের যথাযথ প্রয়োগে পৃথিবী আলোকিত হবে।