বঙ্গবন্ধু শিখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবাসতে হয়

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

জাতির পিতা বঙ্গবন্ধু শিখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, অসহায়দের মুখে হাসি ফোটাতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। এভাবেই কথাগুলো বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, বিপিএম (বার)। সম্প্রতি হাজী আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে সামর্থ্যহীন মৃত ব্যক্তির দাফনের সুব্যবস্থা করার দায়িত্ব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একেএম হাফিজ আক্তার বলেন, মানুষ মানুষের জন্য হয়ে কাজ করতে পারাটা অনেক বড় সৌভাগ্যের। কেননা মানুষের সুখের সময় না থাকলেও চলে; কিন্তু দুঃখের সময় থাকতে হয়।

তিনি আরো বলেন, মানুষের কল্যাণে কাজ করার মতো আনন্দের ও তৃপ্তির অন্য কিছু নেই। বঙ্গবন্ধুর চিন্তা ও ধারণাই ছিল মানুষ ও দেশের কল্যাণ করা। বঙ্গবন্ধু কোনো শক্তির কাছে, সে যত বড়ই হোক, আত্মসমর্পণ করেননি; মাথানত করেননি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করে গেছেন। নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান, হাজী আব্দুল হাই ফাউন্ডেশনের সভাপতি সাইদুর রহমানসহ অনেকে। পুলিশ কর্মকর্তা একেএম হাফিজ আক্তার বিনয়ী, সততা, সাধুতা ও মানবতা মিলিয়ে তারুণ্যের এক আলোকিত মানুষ।