সবচেয়ে নির্মল সম্পর্কের নাম বন্ধুত্ব

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

পৃথিবীর সবচেয়ে নির্মল সম্পর্কের নাম বন্ধুত্ব। বন্ধু মানে আত্মার আত্মীয়, যে আত্মীয় কখনো কখনো রক্তের বন্ধনকেও ছাড়িয়ে যায়। সব ধরনের মানবিকতাবোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবনে চলার পথে অন্যতম প্রয়াশ। তরুণদের সুন্দর কাজের মাধ্যমে এগিয়ে যেতে কথাগুলো বলেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন। তিনি বলেন, সুশিক্ষা আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া আলোকিত জাতি গঠন সম্ভব নয়। সৃষ্টিশীল কাজে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। পরিবারের মতো নিজেদের বসবাসরত সমাজের প্রতিও আমাদের রয়েছে দায়িত্ব ও ভালোবাসা। আমাদের বেঁড়ে ওঠা ও জীবন চলার ছন্দ যুক্ত থাকে প্রতিনিয়ত। সেই সমাজের প্রতি সবার সচেতনতা আর মূল্যবোধে সমাজ হবে আলোকিত এটাই প্রত্যাশা।