জঙ্গিবাদের মতো ঘৃণিত কাজ থেকে দূরে থাকতে হবে

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

সুপরিকল্পনার বাস্তবায়নের মধ্যে দিয়ে বন্ধুত্বের বন্ধনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণিত কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশ গড়ার কাজে নতুন প্রজন্মদের অবদান সবচেয়ে বেশি। সম্প্রতি বন্ধু ফোরাম কদমতলীর আয়োজনে এক আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন। অতিথিরা বলেন, নতুনদের এমন এক শক্তি রয়েছে যার বিরুদ্ধে কোনো শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।

সমাজে কেউ অবহেলিত হয়ে বেড়ে উঠবে, সামাজিক অধিকার ও শিক্ষা থেকে বঞ্চিত হবে এটা হতে পারে না। এসময় বন্ধু ফোরামের মানবিক কর্মকান্ডের প্রশংসা করা হয়।

সামাজিক,পারিবারিক ও নিজের মাঝে শান্তিময় পরিবেশ প্রতিষ্ঠিত করতে হলে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

সুন্দর বাংলাদেশ গড়তে স্বাধীনতা বিরোধী কর্মকান্ড থেকে দূরে শৈল্পিক বিকাশে নতুন প্রজন্মদের এগিয়ে আসতে হবে। খুবই আন্তরিকতার সঙ্গে বন্ধু ফোরামের কর্মকান্ড বিষয়ে অবগত হন উপস্থিত সবাই। এসময় বন্ধু ফোরামের সব ভালো কাজে অংশ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। কেননা সৃষ্টির সেবা সেই করতে পারে মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক যাকে পছন্দ করেন । মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গতিশীল ও আত্মবিশ্বাসী হয়ে উদ্যমকে কাজে লাগিয়ে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।