ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী মাস্টার স্মৃতি পাঠাগারে বই পড়ার উৎসব

মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী মাস্টার স্মৃতি পাঠাগারে বই পড়ার উৎসব

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী মাস্টারের শিক্ষা আন্দোলনের স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে ২০১৬ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা, খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে প্রতিষ্ঠিত একটি বেসরকারি লাইব্রেরি, যা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এটি মরহুম শওকত আলী মাস্টার স্মৃতি কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বই পড়া, কবিতা আবৃত্তি, উপস্থাপনাসহ প্রতিভাময়ী বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত (উপপুলিশ কমিশনার) মোহাম্মদ ইকবাল হুসাইন, বিপিএম বলেন, আমাদের প্রচেষ্টা গ্রাম আলোকিত হোক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত