গাছ আমাদের পরম বন্ধু

সোনারং তরুছায়ার ১২ বছরে পর্দাপণ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

বন্ধু সিনহা ও তানহা দুই বোন ল্যান্ডোভারি হাইস্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত। জন্মদিনের উপহার হিসেবে তাদের হাতে ফুল গাছের চারা তুলে দেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। গত ২৩ জুন সোনারং তরুছায়া প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী পূর্ণ করে গৌরবের ১২তম বর্ষে পা রেখেছে। এ উপলক্ষে অনাড়ম্বরভাবে মাসব্যাপী বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি পালন করে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই সোনারং তরুছায়ায় গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ উদ্বোধন করা হয়। গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য উত্তরসূরি সংগীতশিল্পী দিঠি আনোয়ার অতিথিদের নিয়ে এক জোড়া পায়রা ছেড়ে উদ্বোধন করেন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী ও টেলিভিশন সংবাদ পাঠক মিজানুর রহমান সজল, ক্যামডর্ফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. শামীম দেওয়ান ও কণ্ঠশিল্পী অপু আমান।

আবৃত্তি করেন অতিথি মিজানুর রহমান সজল, তার দুই কন্যা শৈলী ও সংস্কৃতি, স্বরচিত কবিতা পাঠ করে স্থানীয় ল্যান্ডোভারি স্কুলের শিক্ষার্থী সিনথিয়া মনি ও তাসফিয়া আক্তার সাহারা। শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, গজারিয়া উপজেলা শাখার সভাপতি ও ৩২ নম্বর ভাষারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনসুর আলম টিপু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২৮ নম্বর চর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আমাদের পৃষ্ঠপোষক, তেতৈতলা গ্রামের ব্যবসায়ী দেওয়ান মো. হারুন রশীদ, জাতীয় শ্রমিক লীগ গজারিয়া উপজেলার নেতা হুমায়ুন কবির ও তেতৈতলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সখি।