ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবারুণ স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

নবারুণ স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

মানুষ বেঁচে থাকে তাদের কর্মে, বয়সে নয়। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য যে আলোকবর্তিকা প্রয়োজন, তা সুশিক্ষার মাধ্যমে হয়ে থাকে। সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে সবার। এটাই জীবনের প্রকৃত স্বার্থকতা। এ সুন্দর কথাগুলো বলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশ সাফল্যের পথে এগিয়ে চলছে। আমরা জীবনে সাফল্য, সুখ ও সমৃদ্ধ চাই। আর সমৃদ্ধ দেশ গঠনে নৈতিক শিক্ষা চাই। বাতাস, সূর্যের আলো, অক্সিজেন- এসব মূল্যবান জিনিস পয়সা দিয়ে কিনতে হয় না। আমার জীবন মূল্যবান তাই অন্যের জন্য কিছু করতে হবে। তিনি বলেন, আমি যেন প্রতিদিন অতন্ত একটি ভালো কাজ করি। তিনি আরো বলেন, জীবজগতে অন্য কোনো প্রাণীকে বলতে হয় না। শুধু মানুষকে বলতে হয়- মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানব সভ্যতার ইতিহাসে যে ধারণা প্রভাবিত করছে তার মধ্যে অন্যতম হচ্ছে আইনের শাসন। আমরা যদি আইনের শাসন মেনে চলি তাহলে আর নৈতিক শিক্ষার প্রয়োজন হয় না। এ সময় উপস্থিত ছিলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমানসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত