বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। গনতন্ত্র, অসম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ও সাংবিধানিক শক্তি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো বাঙালির জীবনদানের শ্রেষ্ঠত্ব অর্জন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
সুপরিকল্পনার বাস্তবায়নের মধ্যে দিয়ে বন্ধুত্বের বন্ধনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণিত কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশ গড়ার কাজে নতুন প্রজন্মদের অবদান সবচেয়ে বেশি।
নতুনদের এমন এক শক্তি রয়েছে যার বিরুদ্ধে কোনো শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।
অন্ধকার থেকে সত্যর পথে আসতে আর্তমানবতা ও সুষ্ঠু সংস্কৃতির কল্যাণের মাধ্যমে নিবেদিত থাকতে হবে সবার। সম্প্রতি টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ কর্তৃক ‘শ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা’ নির্বাচিত হওয়ায় আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম. এ হালিম পাটোয়ারীকে সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিরা এসব কথা বলেন।
অতিথিরা আরো বলেন, সমাজ ও রাষ্ট্রের যে কোনো সংকটে অগ্রসরমান শক্তি তরুণরা। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সবুজের অভিযান কবিতায়ও তরুণকে, নতুনকে অভিযানের আহ্বান জানিয়েছিলেন। এ দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ স্বাধীনতা প্রিয় জাতি।
বাঙালি আর স্বাধীনতা একে ওপরের পরিপূরক।
বঙ্গবন্ধু সাহস আর প্রতিশ্রুতির সঙ্গে বাংলার ভূখণ্ডে স্বাধীনতার বিজয় পতাকা প্রতিষ্ঠা করেছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে এক অমুছনীয় শক্তি ও ভাবসত্ত্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।