ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুশিক্ষা সমাজের প্রতি মমত্ববোধ জাগ্রত করে

সুশিক্ষা সমাজের প্রতি মমত্ববোধ জাগ্রত করে

শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির মানবিক গুণাবলী বিকশিত করা। শিক্ষার সংস্পর্শে মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠে। অর্থকড়ি, ক্ষমতা, সামাজিক মর্যাদা থাকার পরও মূল্যবোধের অভাব থাকলে সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। এভাবেই নতুন প্রজন্মদের প্রতি সুন্দর কথাগুলো ব্যক্ত করেন জনতাবাগ হাইস্কুলের সভাপতি ইহতেশামুল হক ফয়সাল। তিনি বলেন, শিক্ষাই শক্তি, সভ্যতা ও সামাজিক অগ্রগতির মূল অনুঘটক শিক্ষা। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং দৃঢ় আত্মবিশ্বাস শিক্ষাকে পরিপূর্ণ করে। সুশিক্ষার মাধ্যমে মানুষ তার ভেতরের আমিকে চিনতে, জানতে ও সর্বোপরি আবিষ্কার করতে শিখানোর সঙ্গে মানুষকে সংস্কৃতিমানও করে তোলে। সঠিক শিক্ষা অর্জন অসাম্প্রদায়িক জীবনবোধ এবং দেশের প্রতি গভীর মমত্ববোধ জাগ্রত করে। তিনি আরো বলেন, সঠিক ও বাস্তবমুখী শিক্ষা আমাদের অসত্য, অন্যায়সহ সবধরনের নেতিবাচকতা থেকে বিরত রাখে এবং মানবিকগুণে গুণান্বিত একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আজকের তরুণরা আগামী দিনের দেশের কর্ণধার। তাদের অর্জিত জ্ঞানের যথাযথ প্রয়োগে পৃথিবী আলোকিত হবে। ফয়সাল হক বলেন, মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের শক্তি ও সম্ভাবনা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত