ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তারুণ্যের অনুপ্রেরণা শেখ কামাল

তারুণ্যের অনুপ্রেরণা শেখ কামাল

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নামের শুরুতে জাতির পিতা ও বঙ্গবন্ধু দুটো প্রশংসাসূচক সম্বোধন যুক্ত হয়েছে, কারণ তিনি পরাধীনতা, শোষণ, বঞ্চনা হাত থেকে উদ্ধার পেতে আমাদের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি পাকিস্তানের প্রভুত্ব, শোষণ, বঞ্চনা, নির্যাতন, পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল; বাঙালি অর্জন করেছিল স্বাধীন-সার্বভৌম একটি দেশ, নিজেদের জন্য একটি রাষ্ট্র, বাঙালির একমাত্র রাষ্ট্র। আর এ কারণেই বাঙালি তাকে ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতায় উপাধি দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ নেতা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেখ কামালের ব্যক্তিত্ব, নেতৃত্ব, প্রজ্ঞা তারুণ্যের অনুপ্রেরণা। তিনি ছিলেন বিশাল হৃদয় ও উঁচু মানসিকতার মানুষ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন মনজুরুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষচন্দ্র হীরা, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালামসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত