আলোকিত বাংলাদেশ থাকবে মানুষের অন্তরে

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খাদিজা খানম

আলোকিত বাংলাদেশ থাকবে মানুষের অন্তরে। সত্য ও সুন্দরের মাধ্যমে এগিয়ে যাবে অনেক দূর। রাজধানীর কদমতলীতে জনতাবাগ হাইস্কুলের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকম-লীদের অংশগ্রহণে আলোকিত বাংলাদেশ পত্রিকার ক্যাম্পেইন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনতাবাগ হাইস্কুলের সভাপতি ফয়সাল হকের অনুপ্রেরণায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের বন্ধু ফোরামের বিভাগীয় সম্পাদক মুহাম্মদ আশরাফ উদ্দিন। ফয়সাল হক বলেন, সংবাদপত্র আমাদের জ্ঞান বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি পত্রিকার সঙ্গে তোমরা যুক্ত থাকবে, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আলোকিত বাংলাদেশ গ্রাম ও মানুষের কথা বলে।

একটি সুন্দর সমাজগঠনে বন্ধু ফোরামের অবদান ব্যাপক। এ সময় জনতাবাগ হাইস্কুলের শিক্ষক হোসনে আরা, আমেনা বেগম, আক্তারুজ্জামান ও মো.আজিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।