জাতির পিতা মানুষের সেবা করে গেছেন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আল-আমিন সুমন

দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে অতিথিরা বলেন, আগস্ট মাস হচ্ছে শোকের মাস। আমরা যে ভালো আছি এই ভালো থাকা হতো না, যদি স্বাধীন বাংলাদেশ সৃষ্টি না হতো।

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে র‌্যাব-১০-এর সিইও মোহাম্মদ ফরিদ উদ্দিনের অনুপ্রেরণা ও সার্বিক নির্দেশনায় পবিত্র কোরআন খতম, দোয়া ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সারাজীবন বঙ্গবন্ধু মানুষের সেবা করে গেছেন। মানুষের সেবা করতে গিয়ে নিজের জীবনটাও দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশপ্রেম নিয়ে মানবতার কল্যাণে সবাইকে কাজ করতে হবে।