অভিমোচন
মামুন মোয়াজ্জেম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুলে তো ধরেছে পাক
পাপ নিপাত যাক! পাপ নিপাত যাক!!
অস্থির অন্দরে সুর ধরেছে পাখি
বসন্ত উধাও
কোন বনে ফুটেছিলে ফুলে
কোন আকাশের আদমসুরাত
জীবনের কোন ঘূর্ণিতে
খেয়েছিলে পাক্!
সুর ধরে ডাকছে পাখি-
পাপ নিপাত যাক! পাপ নিপাত যাক!!
ব্রহ্মমুহূর্ত থেকে ছায়াপড়া বেলা
আরো আরো দীর্ঘতর ছায়াবাজি খেলা
পড়ে পড়ে সূর্যরথ দিগন্তগামী
তেজ থেকে নিস্তেজ রৌদ্রের হাসি
তীক্ষè নখর লুকিয়ে ভালোবাসাবাসি
মোলায়েম ননির মতো হাসে অস্তরাগ!
সপ্ত আবীরে লেখে-
পাপ নিপাত যাক! পাপ নিপাত যাক!