দক্ষতা, মেধা আর ভালোবাসা দিয়ে দেশ ও মানুষের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন বাংলাদেশ পুলিশে কর্মরত ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন, বিপিএম। সমাজের অন্ধকার দূর করার প্রচেষ্টায় যার পথ চলা। শুধু পেশাগত দায়িত্ব পালন নয়, মানবতার কল্যাণে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। নাগরিক জীবন শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দর কাজের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে তার ছুটে চলা নিরন্তর। অপরাধমুক্ত সমাজ গঠন ও তারুণ্যের বন্ধনকে সুন্দর ও আলোকিত করতে যার প্রতিটি কাজ এরই মধ্যে উদাহরণ রেখে চলছে। সাধারণ মানুষ ও পরিবারের মধ্যে বৈষম্য কীভাবে দূর করতে হয়, তা চৌকস এ অফিসারের সঙ্গে কথা বললেই অনুধাবন করা যায়। ডিএমপির স্পেশাল অ্যান্ড সাইবার ক্রাইম ইউনিটের (দক্ষিণ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সব ধরনের ভালো কাজে প্রতিটি মুহূর্তে সহযোগী ও অনুপ্রেরণার ধারক হিসেবে ছিলেন তিনি। ইকবাল হুসাইন বলেন, ডিএমপির পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধানের সঠিক দিকনির্দেশনায় মাদক ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।