ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভালো মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে

ভালো মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে

ভালো মানুষ হয়ে দ্বীন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষায় বেড়ে ওঠে সত্যের পথে দেশের সেবায় নিবেদিত থাকতে হবে। এভাবেই খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনরা। সম্প্রতি মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.জাফর হোসেন। মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশীদ (দা.বা) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন। তরুণ রাসেলের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রখ্যাত ক্বারী শেখ মো. শহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ.এম ইব্রাহীম ভূইয়া, মাদরাসাতু জাবালে নূরের উপদেষ্টা হাজী সামসুদ্দিন মিয়া, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, জনতাবাগ হাইস্কুলের সভাপতি ফয়সাল হক। মো. জাফর হোসেন বলেন, আজকে তোমরা বয়সে ছোট; কিন্তু এক সময় অনেক বড় হবে। তখন মানুষের কল্যাণে তোমরা কাজ করবে। তিনি বলেন, মহান আল্লাহ পাকের দয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাদ্রাসা শিক্ষা কার্যক্রম আরো বেশি উন্নত হচ্ছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখে গেছেন। এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে আমার। কোমলমুখী শিশুদের উপস্থিতি আর সাদা রংয়ের পোশাকের ঝলকে সত্যিই আমি আনন্দিত। তোমাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। এ সময় তিনি দ্বীনের খেদমতে সব সময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। দ্বিবার্ষিক সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশনা করেন হাফেজ মো. ফয়সাল মাহমুদ, মাসুম বিল্লাহ ইলিয়াসসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত