ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নবারুণ স্কুল অ্যান্ড কলেজে সভা

তৃণমূলে মাদকের কুফল সম্পর্কে জানাতে কাজ করার আহ্বান
নবারুণ স্কুল অ্যান্ড কলেজে সভা

তৃণমূল পর্যায়ে মাদকের কুফল সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করে কাজ করার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শেখ মো. হোসেন আলী। সম্প্রতি পাঠক প্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক শুভানুধ্যায়ী সংগঠন দেশ গড়ার কাজে নিবেদিত আলোকিত বন্ধু ফোরাম শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কাজ করার কোনো বিকল্প নেই। ব্যক্তি অথবা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান দ্বারা মাদকের ভয়াবহ ছোবল থেকে জাতিকে রক্ষা করা সম্ভব নয়। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। মাদক দেশ ও জাতির শত্রু। সমাজ ও মানবতা ধ্বংসের হাতিয়ার। দেশের কল্যাণে ও সমাজকে রক্ষায় আলোকিত বন্ধু ফোরামকে সমাজের সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ গড়ার কাজে নতুন প্রজন্মদের অবদান সবচেয়ে বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত