ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শুভজনের দ্বাদশতম জন্মদিন উদযাপন

শুভজনের দ্বাদশতম জন্মদিন উদযাপন

অমানবিকতা, হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর করে নতুন যুগের স্বপ্ন নিয়ে শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজনের দ্বাদশতম জন্মদিনে এক আনন্দঘন মেলবন্ধনে মিলিত হন শুদ্ধ ধারার শিল্প সংস্কৃতিকর্মীরা। গত ০৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুভজন পদার্পণ করে প্রতিষ্ঠার ১২তম বর্ষে। এ উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে এক প্রীতি সম্মিলন ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়। ‘মানবিক মানুষ চাই’ এ শুভ প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ শুভজনের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজন উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক এবং আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজ আহাম্মদ, বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডিআইজি (রাজনৈতিক) কবি নাফিউল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার এবং শুভজনের সাংগঠনিক উপদেষ্টা গীতিকবি এম আর মনজু প্রমুখ। শুভজনের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় এবং শুভজন’র সিনিয়র সহ-সভাপতি কবি হিরন্ময় আজাদের সভাপতিত্ব জন্মদিনের কেক কাটা, আনন্দ আড্ডা এবং প্রীতিভোজের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। আয়োজনের শুরুতে দেশবরেণ্য সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শুভজন পদকপ্রাপ্ত গুণিজন কামাল লোহানী এবং শুভজন পদকপ্রাপ্ত কবি কাজী রোজীসহ দেশের শিল্প-সাহিত্য অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্টজনের মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত