সত্যের পথে দেশ সেবায় নিবেদিত থাকতে হবে

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

সত্য ও সুন্দরের পথে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সুশিক্ষায় বেড়ে উঠে সত্যর পথে দেশের সেবায় নিবেদতি থাকতে হবে। এভাবেই সবার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সম্প্রতি জনতাবাগ উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইহতেশামুল হক ফয়সাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের প্রাঙ্গণ থাকে নানা রঙের সাজ-সজ্জায়। মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, পরিবেশ সুন্দর রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না, জমানো পানি রাখা যাবে না। তিনি আরো বলেন, মানুষ হয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করব। মহান আল্লাহ পাকের দয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় উন্নয়ন আরো বেশি হচ্ছে। জনতাবাগ উচ্চবিদ্যালয়ের সভাপতি ইহতেশামুল হক ফয়সাল বলেন, দেশ গড়ার কাজে নতুন প্রজন্মদের অবদান সবচেয়ে বেশি। আমাদের ভবিষ্যৎ কর্ণধার নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সামর্থ্য ও মেধাকে কাজে লাগিয়ে অন্ধকার থেকে সত্যর পথে আসতে নিবেদিত থাকতে হবে সবার।