ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুনদের কাছে তুলে ধরার আহ্বান

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুনদের কাছে তুলে ধরার আহ্বান

সামাজিক, পারিবারিক ও নিজের মাঝে শান্তিময় পরিবেশ প্রতিষ্ঠিত করতে হলে নিজের বিবেক ও মানসিক চেতনা সুন্দর করার প্রয়োজন। সত্য ও ন্যায়ের ধারা সমাজে প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে ভালো কাজের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্প সংস্কৃতি, সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ধর্মীয় সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোকিত মানুষের বন্ধন নিয়ে এগিয়ে চলা দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরাম প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে খুব সুন্দর কথার মাধ্যমে সৃজনশীল বিষয়গুলো তুলে ধরেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম। তিনি বলেন, মানবপ্রেম থেকে মানবতা এসেছে। সৃষ্টিশীল কাজে নতুনদের এগিয়ে আসতে হবে। সুশিক্ষা আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ব্যতীত আলোকিত জাতি গঠন সম্ভব নয়। সৃজনশীল প্রচেষ্টায় পরিশ্রমী, গতিশীল ও আত্মবিশ্বাসী হয়ে উদ্যমকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে কাজ করবে তরুণরা। তিনি আরো বলেন, এ দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ স্বাধীনতাপ্রিয় জাতি। বাঙালি আর স্বাধীনতা একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে সাহস আর আস্থার সঙ্গে বাংলার ভূখণ্ডে স্বাধীনতার বিজয়ী পতাকা প্রতিষ্ঠিত করেছিলেন। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মদের মাঝে তুলে ধরতে আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সংবাদ ও সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে দেশের কল্যাণে আলোকিত বন্ধু ফোরাম প্রত্যন্ত অঞ্চলে যে ভূমিকা রেখে চলেছে সত্যিই প্রশংসনীয়। তিনি সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে সব বয়সি মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বন্ধু ফোরামের সব ধরনের ভালো কাজে নিজেকে যুক্ত রাখার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত