ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাফা উত্তরা শাখায় বই উৎসব ও কবিতা পাঠের আয়োজন

বাফা উত্তরা শাখায় বই উৎসব ও কবিতা পাঠের আয়োজন

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) উত্তরা শাখায় বাচিক কলা বিভাগের আয়োজনে সম্প্রতি বই উৎসব ও কবিতা পাঠের আয়োজন করা হয়। রাজধানীর উত্তরা গার্লস হাইস্কুলে বাফা পরিচালিত বাচিক কলা বিভাগের সব শিক্ষার্থীর অংশগ্রহণে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে বিশেষ কবিতা পাঠের আয়োজন করা হয়। বাচিক কলা বিভাগের শিক্ষক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফা উত্তরা শাখার উপাধ্যক্ষ, বিশিষ্ট সংগীতশিল্পী কাজল মুখার্জি, বিশেষ অতিথি ছিলেন তরুণ কবি ইসরাত মিতু এবং আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাফা উত্তরা শাখার সিনিয়র তবলা শিক্ষক প্রবীর কুমার ও সিনিয়র নৃত্য শিক্ষক পার্থ প্রতিম দাস। অনুষ্ঠানে সমন্বয়কারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাচিক কলা বিভাগের সহ-শিক্ষক জেরিন হাফসা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিশেষ কবিতা পাঠের আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে চ্যাম্পিয়ন হয় আতকিয়া রাইদা। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজনের পক্ষ থেকে শিশুদের উপযোগী বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজল মুখার্জি বলেন- শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে নিজের মাতৃভাষাকে শুদ্ধ ও প্রমিতভাবে চর্চার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত