বর্ণিল সাজ আর আয়োজনে শিক্ষকদের সংবর্ধনা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
বর্ণিল সাজ আর বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবসে মানুষ গড়ার অন্যতম কারিগর শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জনতাবাগ হাই স্কুলের সভাপতি ইহতেশামুল হক ফয়সালের নির্দেশনায় পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। প্রথমেই ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় অতিথিদের। জনতাবাগ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মো. কবির হোসেন বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই কঠোর পরিশ্রম করেন। শিক্ষার্থীদের সুশিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করেন। সেই ধারাবাহিকতায় প্রবীণ শিক্ষক কবির হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রতিটি শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। জনতাবাগ হাই স্কুলের সভাপতি ইহতেশামুল হক ফয়সাল বলেন, সমাজ যাদের ত্যাগের বিনিময়ে আলোকিত হয়। যাদের ভালোবাসা ও পথপ্রদর্শনে দেশ ও মানুষের কল্যাণ সাধিত হয় সেই মহান মানুষদের পেছনে রেখে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।
তাই আমরা চেষ্টা করেছি শিক্ষকদের সম্মান জানানোর। আলোকিত বন্ধু ফোরামের সদস্যরাও আয়োজনে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, মনিরুল রানা, মাওলানা আব্দুল আজিজ, সাবিনা বেগম, সুশীল চন্দ্র সিকদার, মো. মামুন। অ্যাডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা আক্তার।