বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় করতে খন্দকার রাফির ছুটে চলা নিরন্তর

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাকিব হোসেন

আলোকিত সমাজ বিনির্মাণে সত্য ও সুন্দরের পথে এগিয়ে চলা খন্দকার রাফি। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সব ধরনের কল্যাণমূলক কাজে যার রয়েছে সার্বিক সহযোগিতা ও প্রেরণা। আস্থা একাডেমিক কেয়ারের ও স্বপ্নীলবাজারের পরিচালক খন্দকার রাফি। সৃষ্টিশীল এই মানুষটি স্মার্ট সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। পড়াশোনা শেষ করে চাকরি না খোঁজে, চাকুরি দেব নীতি মেনে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সমমনা বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন আস্থা একাডেমিক কেয়ার নামে একাডেমিক সাপোর্ট সেন্টার। প্রচলিত কোচিং সেন্টারকে পাস কাটিয়ে আস্থা সৃজনশীল মানুষ গড়ার কাজ করে। পাশাপাশি গড়ে তুলেছেন অনলাইনভিত্তিক স্মার্ট সুপারশপ স্বপ্নীলবাজার। স্বপ্ন দেখেন দেশের অন্যতম সেরা সুপার চেইনশপ গড়ে তোলার, যার মাধ্যমে হাজারো তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। আর আস্থার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে চান। তরুণ এই উদ্যোক্তা মনে করেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট প্রজন্ম তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় ও বিজ্ঞান জনপ্রিয়করণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করে যাচ্ছেন।