ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে আসার আহ্বান

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে আসার আহ্বান

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, জঙ্গিবাদ একটি দেশের জন্য অভিশাপ। মানুষ হত্যা কোনো দিন শান্তি আনতে পারে না। ইসলাম পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সম্মান ও আদর্শ শেখায়। ইসলামের নামে যারা দেশ ও মানুষের ক্ষতি করে, তারা কোনো দিন ইসলামের হতে পারে না। তিনি আরো বলেন, মাদক একটি অভিশাপ। মানুষের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয় মাদক। মাদক ছড়িয়ে পড়েছে শিশু ও কিশোরদের মধ্যেও। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝেও মাদক গ্রহণের প্রবণতা দেখা যায়। সমাজ, দেশ ও শিক্ষাঙ্গনে মাদকের ছোবল রুখতে হবে। তিনি আরো বলেন, সমাজ ও মানুষের সেবার মধ্যে সম্মান ও ভালোবাসা রয়েছে। সৃষ্টির সেবা সেই করার সুযোগ পেয়ে থাকেন, মহান আল্লাহপাক যাকে মনোনীত করেন। সমাজকে সুন্দর করতে নতুনদের নিয়ে আমরা কাজ করছি। নবারুণ পরিবার সুশিক্ষাদানে নিবেদিত আছে এবং থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত