মানুষের কল্যাণে কাজ করাটাই জীবনের স্বার্থকতা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বন্ধু ফোরাম ডেস্ক
সৃষ্টিশীল মনন, আর্তমানবতার সেবায়, সুশৃঙ্খল ও সংস্কৃতির মাধ্যমে সম্ভাবনাময় আগামীর স্বপ্ন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ গড়া কোনোভাবেই সম্ভব নয়। এভাবেই শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক কথাগুলো বলেন, আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিন। সম্প্রতি ছাত্রদের নিয়ে আয়োজনে তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তাদের কর্মে, বয়সে নয়। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য যে আলোকবর্তিকা প্রয়োজন তা সুশিক্ষার মাধ্যমে হয়ে থাকে। সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে সবার।