ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অপসংস্কৃতির বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান

অপসংস্কৃতির বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। সম্প্রতি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই দেশ ও সমাজ আমাদের সবার। পবিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মাদক, জঙ্গিবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমাদের এই অভিযানে সফল হওয়া সম্ভব নয় এদেশ সবার। তিনি আরো বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনী চেতনা দিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। সময়গুলোর যত্ন করতে হবে। অপসংস্কৃতি, অসুন্দর কাজ পরিহার করতে হবে। গ্রামকে উন্নত পরিবেশ ও শিক্ষাদানে আমাদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তবেই আমরা ভালো থাকতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত