ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মহতী চেতনা দিয়ে আধুনিক সমাজ গড়তে কাজ করতে হবে

মহতী চেতনা দিয়ে আধুনিক সমাজ গড়তে কাজ করতে হবে

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, প্রযুক্তি, উদ্ভাবনী ও মহতী চেতনা দিয়ে আধুনিক সমাজ গড়তে কাজ করতে হবে। সময়গুলোর যত্ন করতে হবে। অপসংস্কৃতি, অসুন্দর কাজ পরিহার করতে হবে। গ্রামকে উন্নত পরিবেশ ও শিক্ষাদানে আমাদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শুধু নিজে ভালো থাকলে হবে না। সবাইকে নিয়ে ভালো থাকার মানসিকতা আমাদের থাকতে হবে। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আরো বলেন, নীতি আদর্শ ঠিক রেখে মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করাটাই সফলতা। বাংলাদেশ সবার, তাই সবাইকে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজের বৈষম্য দূর করতে পারলেই পরিবারের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা সমাজে বাস করি। মানুষ ও সমাজের প্রতি রয়েছে আমাদের দায়িত্বশীলতা। কেননা, সৃষ্টির সেবার মাঝেই সম্মান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত