উদ্ভাবনী চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
প্রযুক্তি ও উদ্ভাবনী চেতনা দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। সময়গুলোর যত্ন করতে হবে। অসুন্দরকাজ পরিহার করতে হবে। গ্রামকে উন্নত পরিবেশ ও শিক্ষাদানে আমাদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
তবেই আমরা ভালো থাকতে পারব। সুন্দর কথাগুলো বলেন, বহুমাত্রিক কথা সাহিত্যিক মোশতাক আহমেদ খান। সম্প্রতি প্যারা সাইকোলজি সাহিত্য ও পাঠকপ্রতিক্রিয়া সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, তারুণ্যেও হাতের মুঠোয় পুরো বিশ্ব। সততা, নিষ্ঠার শিক্ষায় নিজেকে যুক্ত রাখলে সফল হওয়া যাবে। শুধু নিজে ভালো থাকলে হবে না। সবাইকে নিয়ে ভালো থাকার মানসিকতা আমাদের থাকতে হবে। আয়োজনটি ছিলো প্রাণবন্ত ও উৎসবমুখর।
তরুণ লেখক, সংগঠক আজহারুল হক ফরাজীর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনিন্দ্য প্রকাশের আফজাল হোসেন। এছাড়া প্যারাসাইকোলজির উপর পাঠকরা নানা কথা তুলে দেন।